কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশার চাপায় রাহাত (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি তার মায়ের সঙ্গে হালখাতার দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিল। নিহত রাহাত উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্যভরতের ছড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গসোনাহাট ইউনিয়নের ময়নাতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা জানান, রাহাত তার মায়ের সঙ্গে হালখাতার দাওয়াত খেয়ে সোনাহাট এলাকা থেকে অটোরিকশা করে বাড়ি ফিরছিল।