ছাত্রদলের পোস্টার ছেঁড়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২০:৪৫
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় এক যুগ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা ও আবাসিক হলগুলোতে দলীয় পোস্টার সাঁটিয়েছিল ছাত্রদল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের পোস্টার ছিঁড়েছেন। তবে ছাত্রলীগ বলছে, নিজেদের ‘সাংগঠনিক দুরবস্থার’ দায় তাদের ওপর চাপাতে এই অভিযোগ করছে ছাত্রদল।
আগামী ১ জানুয়ারি সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল শাখার নেতাদের কাছে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার বিতরণের মাধ্যমে ক্যাম্পাসে পোস্টার সাঁটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।