করোনা মহামারির কারণে আটকে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর সমাপনী পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ আবদুল মঈনের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সাত কলেজের সমন্বয়কারী ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, করোনা মহামারির কারণে সাত কলেজের তিনটি পরীক্ষা অসম্পূর্ণ থেকে যায়। এর মধ্যে রয়েছে মাস্টার্স শেষ পর্ব (২০১৬-১৭), মাস্টার্স প্রিলি (২০১৭-১৮), জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ডিগ্রি স্পেশাল পরীক্ষা। আমরা এগুলোর কয়েকটি সাবজেক্টের পরীক্ষা নেওয়ার পর মহামারি শুরু হয়ে যায়। আগামী ১৪ জানুয়ারি থেকে মাস্টার্স শেষ পর্বের অসম্পূর্ণ পরীক্ষা শুরু হবে। এটার রুটিনও প্রকাশ করা হয়েছে। আর বাকি দুটির তারিখ নির্ধারণ হয়নি। তবে দুই-তিন দিন পর শুরুর কথা বলা হয়েছে। এছাড়া ২৫ জানুয়ারি থেকে স্নাতক চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা এবং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ২০১৮ সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ (২০১৫-১৬) ও ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের (২০১৬-১৭) পরীক্ষা শুরু হবে।