বিনা দাওয়াত'-এ কুমিল্লায় একটি মাহফিলে হাজির হন আলোচিত ধর্মীয় বক্তা ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সেখানে তিনি কিছু সময় বক্তব্য রাখেন। গত ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজিত মাহফিলে অংশগ্রহণ এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামুনুলসহ আয়োজক কমিটির ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চান্দিনা পুলিশ। গত ১৭ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানায় মামলাটি করা হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন ইলিয়াছ জানান, প্রশাসনের অনুমতি ছাড়া এবং তথ্য গোপন করে মাহফিল করায় মামলাটি দায়ের করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই মূলত মামলার বিষয়টি গোপন রাখা হয়েছে।