ইরানের রাজধানী তেহরানের কাছের এক পর্বতমালায় তুষারঝড় ও বরফ ধসে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।রাজধানীর কাছে হওয়ায় ইরানের এ অ্যালবর্জ পর্বতমালা আরোহী ও স্কি করতে ইচ্ছুকদের কাছে ব্যাপক জনপ্রিয় হলেও কয়েকদিন ধরে সেখানে বিপজ্জনক আবহাওয়ার দেখা মিলছে।
রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ পর্বতমালাটিতে আটকে পড়াদের উদ্ধারে ২০টি দল পাঠিয়েছে, তারা ১৪ জনকে উদ্ধার করেছে; ৭ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছে বিবিসি।