রিটার্ন দিয়েছেন তো, বাকি আছে চার দিন

প্রথম আলো প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ১৪:১৪

আর মাত্র চার দিন বাকি আছে। ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমার জন্য আপনি সময় পাবেন আজকে নিয়ে পাঁচ দিন। আগামী বৃহস্পতিবার এই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে রিটার্ন জমার সব কাজ শেষ করতে হবে। করোনার কারণে এবার বিশেষ বিবেচনায় এক মাস সময় বাড়ানো হয়েছে। সময় শেষ হওয়ার আগে ভিড় এড়াতে রিটার্ন দিয়ে ফেলুন। বর্তমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে গত ৩০ নভেম্বর এনবিআর তার নিজস্ব ক্ষমতাবলে এক মাস সময় বাড়িয়েছে।

যাঁরা এখনো রিটার্ন জমার প্রস্তুতি নেননি, তাঁরা এখনই প্রস্তুতি নিন। চলতি সপ্তাহের মধ্যে ব্যাংকের হিসাবের বিবরণীসহ অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে হবে। তারপর রিটার্ন ফরম পূরণ করার পাশাপাশি করের টাকার পরিশোধের পে–অর্ডার করতে হবে। সবশেষে কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দিতে হবে। মনে রাখবেন, কর অঞ্চল-৬–এর করদাতা ছাড়া আর কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us