নেত্রকোনায় আগুন আতঙ্ক, আটকে সমাপ্তি

সময় টিভি প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ১৩:১৯

নেত্রকোনায় পাঁচ দিন ধরে এক দুটি বাড়িতে নিয়মিত আগুন লাগার খবর আসছিল। ঘরের চালে, বিছানা, শোকেস, ধানের মাচায় ও খড়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছিল। ঘটনা শুনে ফায়ার সার্ভিস ও পুলিশও ছুটে গিয়েছিল ঘটনাস্থলে। তবে সেখানে গিয়ে মেলেনি আগুনের আলামত। শেষে ওই বাড়ির লোকজনকে আটকের পর থেমেছে আগুন আতঙ্ক।

জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রত্যন্ত এলাকার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের গুঞ্জর আলীর ছেলে লাল মিয়া ও শহীদুলের বাড়িতে পাঁচ দিন ধরে আগুন লাগার খবর আসছিল। ঘটনা শুনে বারবার ছুটে গেছেন আশেপাশের মানুষ। শনিবার (২৬ ডিসেম্বর) ময়মনসিংহ থেকে ঘটনাস্থলে আসেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন। পরে অনুসন্ধানে কিছু না মেলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ওই বাড়ির চার পাঁচজনকে। এরপর থেকে রোববার পর্যন্ত আগুনের কোনো ঘটনা ঘটেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us