মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন চলাচলের সুবিধার্থে প্রতি দুই বছর পরপর চাঁদা তুলে জুড়ী নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করেন। তাঁদের আর তা করতে হবে না। ওই স্থানে পাকা সেতু হচ্ছে। গতকাল শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনের স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।