ফেসবুকের কল্যাণে ১৫ বছর আগে হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলেন ছেলে মাহাবুর রহমান মামুন। তবে এখনো ছোট ভাইয়ের কোনো সন্ধান পাননি তিনি। শনিবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে মাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান ছেলে।
মামুন জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাছিহারা গ্রামের রফিকুল ইসলাম সরদারের ছেলে তিনি। তার আরো তিন বোন আছে। তার মা নূর নাহার বেগম প্রায় ১৫ বছর আগে হঠাৎ করে একজন মানসিক প্রতিবন্ধী রোগী হয়ে যান।