তিন দিন বন্ধ থাকার পর শেরপুরে ফের বাস চলাচল শুরু হয়েছে।শেরপুর বাসমালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, শনিবার বিকাল ৪টার দিকে তারা বাস চালানোর সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, বাস আটকে শ্রমিকদের মারধরের অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার ও জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিল্লাল হোসেনের সঙ্গে বাসমালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক নেতাদের আলোচনার পর তারা বাস চালানো শুরু করেন।