গ্রামের নামে ইউনিয়ন অথচ সেই গ্রামে নেই কোনো রাস্তাঘাট, এমন কী ভালো কাঁচা রাস্তাও নেই। বর্ষাকালে কাঁদা-পানি পাড়ি দিয়ে যাতায়াত করতো গ্রামবাসী। বছরের বাকি সময় ধুলোবালি, উঁচু-নিচু ঢিবি পাড়ি দিয়ে যাতায়াত করত তারা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের উমেদপুর গ্রামের দৃশ্য এটি।
গ্রামটিতে ভোটার মাত্র ৪শ’ জন। কম লোকসংখ্যার কারণেই হয়তো সেখানকার বসতিদের কপালে জোটেনি কোনো রাস্তাঘাট। অবশেষে দুঃখ-দুর্দশা ঘোচাতে ব্যক্তি উদ্যোগে ৯ লাখ টাকায় গ্রামবাসীর জন্য রাস্তা করে দিলেন নিয়ামুল করিম টিপু নামে একজন সমাজসেবক।