সাইবারপাংক ২০৭৭: স্টুডিও’র নামে মামলা বিনিয়োগকারীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১৫:২৪

‘সাইবারপাংক ২০৭৭’ নিয়ে সমস্যা যেন কাটছেই না। প্রথমেই বাগ নিয়ে হতাশা প্রকাশ করেছেন গেইমাররা। বিপাকে পড়ে গেইমারদের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে সনি ও মাইক্রোসফট। তাতেও শেষ রক্ষা হয়নি। এবার বিনিয়োগকারী খেপে মামলা করে দিয়েছেন গেইমটির নির্মাতা স্টুডিও ‘সিডি প্রজেক্ট’ এর নামে।

মামলার অভিযোগ বলছে, গেইমে অসংখ্য বাগ রয়েছে। মিথ্যা এবং বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে গেইমের সাড়া তৈরি করা হয়েছে যা তার এবং অন্যান্য বিনিয়োগকারীর অর্থ নষ্ট করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ফেডারেল আদালতে দায়ের হয়েছে মামলাটি।

গেইমটি হাতে পেতে প্রি-অর্ডার করেছিলেন ৮০ লাখ মানুষ। ভবিষ্যত বিজ্ঞান কল্পকাহিনীর এই গেইমে হলিউড তারকা কিয়ানু রিভসের আদলে তৈরি এক চরিত্রও রয়েছে। সব ঠিকভাবেই চলছিল। কিন্তু এ মাসে গেইম হাতে পেয়েই আনন্দ উবে যায় গেইমারদের। টানা গ্লিচের খপ্পরে পড়ে অভিযোগ জানাতে শুরু করেন তারা।

অবস্থা বেগতিক দেখে সনি প্লেস্টেশন গেইমারদেরকে এবং মাইক্রোসফট এক্সবক্স গেইমারদেরকে অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেয়। সনি অবশ্য মাইক্রোসফটের চেয়ে একধাপ এগিয়ে ব্যবস্থা নিয়েছে। গেইমটিকে স্টোর থেকেই সরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যাপারটি বিস্মিত করেছে শিল্প বিশ্লেষকদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us