পারিবারিক শত্রুতার জের ধরে বাবার ওপর প্রতিশোধ নিতে বগুড়ার ধুনটে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহি উম্মে তাবাসসুমকে ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটিকে কোনো বন্য প্রাণী কামড়ে মেরে ফেলেছে এমনটি বোঝানোর জন্য হত্যাকারীরা কাটিং প্লাস দিয়ে তার হাতের আঙুল কেটে ফেলে। তাবাসসুমকে বাদাম কিনে দেওয়ার প্রলোভন দিয়ে ইসলামী জলসা থেকে ডেকে নিয়ে যায় হত্যার সঙ্গে জড়িতরা।
শনিবার (২৬ ডিসেম্বর) বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা সাংবাদিকদেরকে এতথ্য জানান। এর আগে হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে পুলিশ।