শীতে আবহাওয়া অনেকটাই শুষ্ক থাকে। বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক রুক্ষ- শুষ্ক হয়ে যায়। এতে দেখা দেয় ত্বকের নানান সমস্যা। এজন্য লোশন বা গ্লিসারিন ব্যবহার করে থাকেন। তাতেও খুব একটা কাজ হয় না। একটু পর পরই ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হয়। এতো ঝামেলা আর হবে না। ব্যবহার করতে পারেন সরিষার তেল। অনেকেই মনে করেন সরিষার তেল ব্যবহারে ত্বক কালো হয়ে যেতে পারে। এই ধারণা একেবারেই ভুল। বরং ত্বক উজ্জ্বল করতে এবং ত্বকের শুষ্কতা দূর করতে সহায়তা করে এই তেল।