ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্থাপন ‘বেদনাদায়ক’: হামাস
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৩
মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি অবরুদ্ধ গাজা শহরে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেছে।
প্রায় দু’সপ্তাহ আগে মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে রাজি হয় বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হামাসের বিবৃতিতে কুদস দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু মুসলিম দেশের মধ্যে প্রতিযোগিতা ও তড়িঘড়ি করার ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।