রোগীর মৃত্যু : হাসপাতালে হামলা-ভাঙচুর, জরুরি বিভাগ অচল

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১৯:৩২

২৫০ শয্যার জামালপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ষাটোর্ধ বয়সের একজন নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা জরুরি বিভাগে হামলা, ভাঙচুর এবং হাসপাতাল গেটে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। হামলায় জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. চিরঞ্জীব সরকার ও চারজন ইন্টার্ন চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার বেলা পৌনে একটার দিকে জামালপুর শহরের ইকবালপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী গুরুতর অসুস্থ করিমনকে (৬৪) জামালপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান রোগীর কয়েকজন স্বজন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us