শীতকালীন দলবদলের বাজার গরম করবেন যারা

সমকাল প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:০৫

গ্রীষ্মকালীন দলবদলে পুরো বাজারটাই বলতে গেলে ঘুরেছে বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড। দর-দাম করেছে কিন্তু মন মতো ফুটবলার কিনতে পারেনি। ম্যানইউ অবশ্য শেষ দিকে ভ্যান ডি বিক ও এডিনসন কাভানিকে কিনেছে। তবে বাজার মাতিয়েছে চেলসি-আর্সেনাল। বেশ টাকা ঢেলেছে তারা।

বাজারে বার্সেলোনা ঘুরেছে কেবল লউতারো মার্টিনেজ এবং মেস্পিস ডিপের আশপাশে। কিন্তু পকেট ভারি না হওয়ায় কিনতে পারেনি কাউকে। ম্যানসিটি আবার লিওনেল মেসি চক্রে পড়ে পার করেছে মৌসুমে বড় সময়। রিয়াল মাদ্রিদ দেখেছে কেবল অন্যদের বেচা--কেনা। এবারের শীতকালীন দলবদলের মৌসুমে সকাল সকাল তাই বাজারে উঠতে হবে বার্সা-সিটির মতো ক্লাবের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us