উজ্জ্বল, দাগহীন মসৃণ ত্বক কে না চায়। তবে শীতের এই শুস্কতার জন্য তা সম্ভব হয়ে ওঠে না। এই সময় ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। ফলে ত্বকে ব্রণ, র্যাশ সহ দেখা দেয় নানা সমস্যা। এতে ত্বক দেখায় একেবারে প্রাণহীন। এই শীতেও ত্বকের জেল্লা ধরে রেখে প্রাণবন্ত করতে ব্যবহার করুন কমলা। কমলাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে।
যা আপনার ত্বকের মৃতকোষ দূর করে ত্বক রাখবে প্রাণবন্ত। চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন কমলা- > কমলার খোসা ধুয়ে গুঁড়া করে বা পেস্ট বানিয়ে রাখুন, প্রয়োজনমতো ব্যবহার করুন যেকোনও ফেসপ্যাকে। > কমলার রস ভালো স্কিন টোনার। সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ পরিষ্কার করে নিন।