এনডোর্সমেন্ট বিতর্কের মাঝেই নতুন মাস্ক নিয়ে ফের ময়দানে দাদা
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১৫:৪১
একের পর এক পণ্যের বিজ্ঞাপন করা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা হচ্ছে। এর মধ্যেই নতুন একটি বিজ্ঞাপনে হাজির তিনি।
বড়দিনে সৌরভ নিজেই টুইট করে এই বিজ্ঞাপনের কথা জানিয়েছেন। এবার একটি মাস্কের প্রচারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। শুক্রবার সৌরভ সেই বিজ্ঞাপনের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘‘সুরক্ষার প্রচারে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই করা সীমিত সংখ্যক মাস্ক পাওয়া যাচ্ছে।’’
ই মাস্কের কিছু বিশেষত্ব আছে। সেগুলোও সৌরভ লিখেছেন টুইটে, ‘‘এই মাস্ক কাচা যায়। ৬ মাস ব্যবহার করা যায়। সর্বোচ্চ সুরক্ষা দেবে এই মাস্ক।’’
সৌরভের বিভিন্ন বিজ্ঞাপন করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যেই প্রশ্ন উঠেছে। বিসিসিআই-এর একাধিক সদস্যের বক্তব্য, বোর্ড সভাপতির পদে থেকে সৌরভ কী করে এভাবে বিজ্ঞাপন করতে পারেন? শুধু তাই নয়, সৌরভ এমন বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন করছেন, যেগুলো ভারতীয় বোর্ডের স্পনসরদের স্বার্থবিরোধী।