মার্চ-মে-র অনাদায়ী বিল ১০ মাসের কিস্তিতে নেবে সিইএসসি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ১৩:৩৯
এই সময়: লকডাউনের সময় মার্চ, এপ্রিল ও মে মাসে সিইএসসি গার্হস্থ্য গ্রাহকরা যত ইউনিট বিদ্যুৎ পুড়িয়েছেন, তার না দেওয়া ইউনিটের দাম তাঁদের দশ মাসের কিস্তিতে দিতে হবে। নভেম্বর মাসের বিল থেকে এই কিস্তি নেওয়া শুরু করবে সিইএসসি। বৃহস্পতিবার এ কথা জানান সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, 'লকডাউনের সময় তিন মাস মিটার রিডিং না নিতে পারায় আমরা গ্রাহকদের প্রভিশনাল বিল পাঠিয়েছিলাম। পরে ওই তিন মাসের আনবিলড্ ইউনিট বাবদ অর্থ নেওয়াও স্থগিত রেখেছিলাম। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওই আনবিলড্ ইউনিটের টাকা গ্রাহকদের থেকে নভেম্বর মাসের বিল থেকে শুরু করে আগামী অগস্টের বিল পর্যন্ত দশটি কিস্তিতে নেওয়া হবে।'