মধ্যরাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০৮:২২
মধ্যরাতে হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্র বিতরণ করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে নগরীর বিভিন্ন স্থানে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হাসান সিদ্দিক।কম্বল বিতরণে আরও উপস্থিত ছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী।