আবুল কাশেম ওরফে রনি নামের একজন গ্রাহক নিজের গাড়িটির জ্বালানি ব্যবস্থা এলপিজিতে রূপান্তরের জন্য সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেন এয়ার টেকনোলজিস নামে একটি প্রতিষ্ঠানে নিয়ে যান। এলপিজি রূপান্তর করার পর বিল পরিশোধ করার সময় ভ্যাট চালানের পরিবর্তে একটি কাঁচা চালান দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
এরপর আবুল কাশেম ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে অভিযোগ করেন। অভিযোগপত্রে লেখেন, ‘আমি কনভারশন চার্জ বাবদ ৫০ হাজার টাকা দিলে প্রতিষ্ঠানটি আমাকে একটা কাঁচা রসিদ দেয়। আমি ভ্যাট চালান মূসক-৬ দশমিক ৩ চাইলে তারা নানান টালবাহানা করতে থাকে। পরে আমার আরও সন্দেহ হয়, তারা ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত। আমি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা প্রত্যাশা করছি।’