শিক্ষার অগ্রগতি যত বেশি হবে, ততই দারিদ্র্য-কুসংস্কার কমবে: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ২০:৩৫

দারিদ্র্য বিমোচন সরকারের প্রধান কাজ জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ জন্য কাজ করছে। কিন্তু এটা মুখে বললেই হবে না। এ জন্য কিছু তরিকা ও কৌশল আছে। মূল তরিকা হলো শিক্ষা। শিক্ষা মানুষের মনের দুয়ার খুলে দেয়, আলোকিত করে। শিক্ষার অগ্রগতি যত বেশি হবে, ততই দারিদ্র্য, কুসংস্কার কমবে।

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকার জামেয়া ইসলামিয়া বাইশগ্রাম মাদ্রাসায় আজ বৃহস্পতিবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রয়াত মো. আবদুল বারীর জীবন ও কর্ম নিয়ে বইটি প্রকাশিত হয়েছে। মন্ত্রী বলেন, সরকার দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান করছে। এখন দেশে ২০০-এর বেশি বিশ্ববিদ্যালয়, ১৫০-এর বেশি মেডিকেল কলেজ আছে। শিক্ষা দিয়েই সব অন্ধকার দূর করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us