জনগণের যেকোনো দুর্যোগে কাজ করছে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১১:৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের যেকোনো দুর্যোগে কাজ করছে সেনাবাহিনী। শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর ভূমিকা দেশের জন্য গর্বের বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ-তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সেনাবাহিনীতে নারী অফিসার অন্তর্ভুক্ত করে বর্তমান সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ১৯৪১ সালে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে এবং জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য আজকের নবীন অফিসাররা দেশ গড়ার কারিগর হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।