মিডিয়ায় সাম্প্রদায়িকতা ও ঘৃণা প্রচার

জাগো নিউজ ২৪ আনিস আলমগীর প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০৯:১৮

বাংলাদেশে বসে পৃথিবীর অনেক টিভি দেখা যায় তবে ক্যাবল টিভির মাধ্যমে আমরা বেশি দেখতে পাই ভারতীয় টিভি চ্যানেলগুলো। ভারতে বাংলাদেশের কোনো প্রাইভেট চ্যানেল সম্প্রচারের ব্যবস্থা না থাকলেও ভারতীয় সরকারি-বেসরকারি প্রায় প্রতিটি চ্যানেলই এখানে দেখা যায়। পারিবারিক কলহে ভরপুর ড্রামা সিরিয়ালের পাশাপাশি ক্রাইম পরিকল্পনা শোগুলো এখানে খুব জনপ্রিয় এবং তার প্রতিক্রিয়ায় পরিবারে কলহ, তরুণদের ক্রাইম প্যাট্রল দেখে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর সংবাদও মিডিয়ায় আসে।

এতো গেল বিনোদন টিভির সংবাদ কিন্তু এর বাইরে সংবাদ প্রচারের জন্য রয়েছে তাদের অনেক চ্যানেল। তারমধ্যে জি নিউজ, এনডিটিভি, রিপাবলিক টিভি, আজতক ও দূরদর্শনসহ কলকাতার অনেক বাংলা চ্যানেল ঢাকায় দেখা যায়। এনডিটিভি ছাড়া ভারতীয় একটি চ্যানেলও অসাম্প্রদায়িক নয় যেগুলো বাংলাদেশে সম্প্রচারিত হয়। সিংহভাগ মোদি সরকারের গুণগান আর সাম্প্রদায়িকতা বিস্তারে ব্যস্ত। করোনার জন্য তাবলিগকে দায়ী করা বা দিল্লি দাঙ্গার রিপোর্টিং, শাহীনবাগের অবস্থান কর্মসূচি- সর্বত্র মুসলমানদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, তাদেরকে দেশদ্রোহী, সন্ত্রাসী বানানোই হচ্ছে এসব মিডিয়ার টার্গেট, যাদেরকে ভারতের প্রগতিশীল মানুষরা নাম দিয়েছে ‘গোদি মিডিয়া’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us