তাজরীনের আন্দোলনরত আহত শ্রমিকের অনেকেই কর্মক্ষমতা হারিয়েছেন। একজন সুস্থ স্বাভাবিক শ্রমিক ৬০ বছর পর্যন্ত কাজ করতে পারেন। দুর্ঘটনার পর যখন অর্থসহায়তা দেওয়া হয়েছিল, তখন শ্রমিকদের ৬০ বছর পর্যন্ত কাজের মজুরি হিসাব করা হয়নি। সে কারণে বিপদে পড়েছেন শ্রমিকেরা। প্রতিনিয়ত শ্রম আইনের সংশোধন হচ্ছে। সেগুলো শ্রমিকের পক্ষে আসার পরিবর্তে বিপক্ষে যাচ্ছে। কারণ, মালিকেরা অনেক বেশি ক্ষমতাধর। আড়াই লাখ টাকা দিয়ে একজন পঙ্গু মানুষ কীভাবে তাঁর পরিবার নিয়ে বাঁচবেন। এসব নিয়ে সরকার-মালিক কেউ ভাবেন না।