শাহরিয়ার নাজিম জয় এর উপস্থাপনা এবং সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় চ্যানেল আইয়ের বিশেষ টক-শো '৩০০ সেকেন্ড।' এই টকশোতে যেমন উঠে আসছে সোজা সাপটা কথা। তেমনই ছড়াচ্ছে বিতর্কও। এবার আফ্রি সেলিনা মুখোমুখি হয়েছিলেন জয়ের। খোলামেলা চরিত্রে অভিনয় প্রসঙ্গে দিলেন 'স্ট্রেইট কাট' জবাব।
বাংলাদেশি ও কলকাতার দর্শকদের রুচিগত পার্থক্য নিয়ে এক প্রশ্নের জবাবে সেলিনা আফ্রি বলেন, পার্থক্য তো আছে। কলকাতার দর্শকেরা একটা জিনিস দেখে মন্তব্য করে। কিন্তু বাংলাদেশের দর্শকেরা না দেখেই মন্তব্য করে চলে যায়।