স্বাভাবিক ভাবে ভেঙ্গে গেছে ইসরাইলের ২৩ তম পার্লামেন্ট। দেশটির বার্ষিক বাজেট অনুমোদনের সময়সীমা অতিক্রম হওয়ার পর এ পার্লামেন্ট বিলুপ্ত হয়। দেশটির রাষ্ট্র পরিচালিত বেতার 'কন রেডিও'র বরাতে জানা যায়, বুধবার(২৩ ডিসেম্বর) স্বাভাবিক ভাবে ভেঙ্গে গেছে দেশটির ২৩ তম পার্লামেন্ট। বার্ষিক বাজেট অনুমোদনের সময়সীমা অতিক্রম হওয়ার পর এ পার্লামেন্ট বিলুপ্ত হয়। পার্লামেন্টের সর্বশেষ পূর্ণাঙ্গ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে স্পিকার ইয়ারিভ লাভিন বলেন, ‘আমরা আবারো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটি কঠিন সময় আসছে। ইসরাইলের ২৩ তম পার্লামেন্টের দরজা এখন বন্ধ।’ এ অধিবেশনটি রাষ্ট্র পরিচালিত পার্লামেন্টারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। আরো পড়ুন: থাই রাজার প্রেমিকার শতাধিক নগ্ন ছবি ফাঁস দেশের বর্তমান আইন অনুযায়ী, ২০২১ সালের ২৩ মার্চ ইসরাইলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। আগাম নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রীপরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু তার পদে বহাল থাকবেন।