কক্সবাজারের পেকুয়ায় অবৈধ বালি মহলের আধিপত্য নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মিন্টু মিয়া (৩৮) নামে এক যুবকে কুপিয়ে হত্যা ও এক গৃহবধূর হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিন্টু মিয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পুর্ব পুঁইছড়ি গ্রামের মৃত. আহমদ মিয়ার ছেলে।
জানা গেছে, সংঘর্ষ চলাকালে হাদিসা বেগম (৩৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়াও হাবিবউল্লাহ (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। হাদিসা বেগম টইটং জুমপাড়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।