কমলাপুর রেলওয়ে স্টেশনের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন ভেঙে সেখানে একটি আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশতবার্ষিকী উদযাপনের বছরটিতেই বুলডোজার চালানো হবে ঐহিত্যবাহী এই স্থাপনাটিতে।
নানাবিধ কর্মকাণ্ডে এক সময় জমজমাট থাকতো টিএসসি। তবে সেই জমজমাট অবস্থা এখন অনেকটাই কমে গেছে।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নানাবিধ কর্মকাণ্ড বৃদ্ধির পরিবর্তে ঐতিহ্য ধ্বংস করে কর্তৃপক্ষের অবকাঠামোগত পরিবর্তনের সিদ্ধান্ত হতবাত ও বিস্মিত করেছে বিশ্ববিদ্যলয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
১৯৬০ সালের শুরুর দিকে কিংবদন্তি গ্রিক স্থপতি কনস্ট্যান্টিন ডক্সিয়াডেস টিএসসির নকশা করেন। পূর্ব পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের আমলে এই ভবনটির নির্মাণকাজ শেষ হয়।