ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভেঙে নতুন রূপে গড়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শতাব্দীর ষাটের দশকে নির্মিত দৃষ্টিনন্দন এই স্থাপনা ভাঙা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে গ্রিক স্থপতি কনস্ট্যানটিনস অ্যাপোস্টলোউ ডক্সিয়াডিসের নাম। কারণ, তিনিই টিএসসি কমপ্লেক্সের নকশা করেছিলেন। দেশের একজন স্থপতি জানিয়েছেন, টিএসসির নকশা করার ক্ষেত্রে ডক্সিয়াডিস বাংলাদেশের গ্রামীণ বসতি থেকে অনুপ্রাণিত হয়েছিলেন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সমাদৃত স্থপতি ডক্সিয়াডিস এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে নান্দনিক স্থাপনার নকশা করেছেন। বাংলাদেশে শুধু টিএসসিই নয়, ঢাকায় হোম ইকোনমিকস কলেজ, কুমিল্লায় গ্রাম উন্নয়ন অ্যাকাডেমিসহ কিছু স্থাপনার নকশা করেন তিনি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুরো শহরের নকশা তৈরি করা হয়েছিল তাঁর নেতৃত্বেই।