নতুন বছরে বাড়িভাড়া বৃদ্ধি না করার দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ১২:৫৭
করােনা মহামারিতে নতুন বছরে বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ ও ভাড়াটিয়া উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভাড়াটিয়ার পরিষদের সভাপতি মােঃ বাহারানে সুলতান বাহার বলেন, “বছরের প্রথম মাস এলেই বাড়িওয়ালারা বাড়িভাড়া বৃদ্ধির একটি অলিখিত নিয়ম চালু করে রেখেছে। এ বছর করােনাভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ ভাড়াটিয়ারা এমনিতেই দিশেহারা।