ভুয়া লাইসেন্স ব্যবহার করে বিমান চালানোর অভিযোগে ৫০ পাইলটের লাইসেন্স বাতিল করেছে পাকিস্তান সরকার। কেবল লাইসেন্সই বাতিল নয়, ওই পাইলটরা কীভাবে জাল সার্টিফিকেট পেলেন তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। পাকিস্তানের বিমান মন্ত্রণালয় ইসলামাবাদ হাইকোর্টকে এ কথা জানিয়েছে। দ্য ট্রিবিউন ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, দেশের ৮৬০ জন পাইলটের লাইসেন্স খতিয়ে দেখে এর মধ্যে থেকে ৫০টি বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ওই পাইলটরা পাকিস্তানের সরকারি ও বেসরকারি বিমান সংস্থা তো বটেই আন্তর্জাতিক বিমান সংস্থার বিমানও চালাত বলে জানা গেছে।