ফেনী পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভার তিন সপ্তাহ বন্ধ, জনভোগান্তি চরমে
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১৬:২৯
ফেনী পৌরসভার জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সারবার গত তিন সপ্তাহ ধরে বন্ধ থাকায় জনভোগান্তি চরমে উঠেছে। সার্ভার বন্ধ থাকায় পৌরবাসী তাদের প্রয়োজনে পাচ্ছে না জন্ম সনদ ও মৃত্যু সনদ। ডিসেম্বর মাসের শেষে প্রতিটি বিদ্যালয়ে ভর্তি হতে জন্ম সনদ বাধ্যবাধকতা হওয়ায় ছোট শিশুদের ভর্তি করানো যাচ্ছে না স্কুলে।
ফেনীর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরু জানান, গত ১ ডিসেম্বর থেকে সার্ভার বন্ধ থাকার কারণে তিনি তার মেয়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাচ্ছেন না। এই কারণে তিনি তার মেয়ের পাসপোর্ট করতে পারছেন না। অথচ পাসপোর্টটা খুবই জরুরী।