সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে ৫ হাজার ১১৫ দশমিক ১৯ পয়েন্ট হয়েছে। এ বাজারে ১ হাজার ১৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮৬০ কোটি ৩২ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১৩০টির দর বেড়েছে, ১৪৬টির কমেছে এবং ৮০টির দর অপরিবর্তিত রয়েছে।