নরসিংদীর রায়পুরা ও বেলাবতে অভিযান চালিয়ে ৩টি ইটভাটা থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইট তৈরির অপরাধে আজ রোববার ভাটাগুলোকে জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহম্মেদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।