কর ফাঁকির মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরীকে নয় বছর কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকার বিশেষ জাজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রোববার এই রায় দেন বলে নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. শাহ আলম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বলেন, “আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৬৪, ১৬৫, ১৬৬ ধারার মামলায় শাস্তি যথাক্রমে এক, তিন ও পাঁচ বছর- মোট নয় বছরের বিনাশ্রম সাজা খাটতে হবে তাকে। সাজা চলবে একটির পর একটি।”