যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু (কিশোর-কিশোরী) উন্নয়ন কেন্দ্র থেকে ৬ ডিসেম্বর যে আট কিশোর পালিয়েছিল, কর্তৃপক্ষ তাদের মধ্যে সাতজনকে উদ্ধার করে ফিরিয়ে আনতে পেরেছে। বাকি একজন গতকাল শনিবার পর্যন্ত পলাতক ছিল। ৬ ডিসেম্বর রাতে কিশোরেরা যখন চলে যায়, তখন সব সিসিটিভি ক্যামেরা চালু ছিল।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের এক কিশোরকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে গেলে সে হারিয়ে যায়। তাকে নজরদারির জন্য সঙ্গে ছিলেন কিশোর উন্নয়ন কেন্দ্রের কমপক্ষে তিনজন কর্মী। শুধু যশোর নয়, পালানোর ঘটনা ঘটেছে টঙ্গীতেও। গত ১৭ নভেম্বর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে আদালতে হাজির করানোর সময় পুলিশের হাত ফসকে এক কিশোর হারিয়ে যায়।