কানাডার অন্টারিও প্রদেশের আমহার্স্টবার্গ শহরের একটি বেসবল মাঠে স্কুল তৈরি হচ্ছে। সেখানে খননকালে প্রথম বিশ্বযুদ্ধের একটি জার্মান কামান উদ্ধার হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৯২২ সালে শহরে প্রথমবার এই কামান আনা হয়েছিল। তারপর সেটি জেনারেল আমহার্স্ট হাই স্কুলে রাখা হয়। ১৯৭১ সালে স্কুলটির নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়।
তখন সেখান থেকে সরিয়ে সেন্টেনিয়াল পার্কে রাখা হয় কামানটি। সেখানে মনুমেন্টের তলায় মাটির নিচে রাখা হয়েছিল। তারপর আর কামানটির খোঁজ পাওয়া যায়নি। এটার কথা সবাই যেন ভুলেই গিয়েছিল।