বছরজুড়ে পাল সম্প্রদায়ের লোকেরা হাঁড়ি–পাতিল তৈরি করেন। শীত এলেই হাঁড়ি–পাতিলের পাশাপাশি চাহিদা বেড়ে যায় পিঠা তৈরির মাটির ছাঁচের। এই মৌসুমে বিশেষ ধরনের মাটির পাত্র তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন পাল সম্প্রদায়ের লোকজন।
আগে এ পালপাড়ার প্রায় ১৪০ পরিবার মাটির তৈজসপত্র তৈরির করত। সময়ের ব্যবধানে বাপ–দাদার এ ঐতিহ্যবাহী পেশা এখনো আঁকড়ে আছে প্রায় ৪০টি পরিবার। চাহিদা কমে যাওয়ায় এ পেশায় থাকাই দায় হয়ে পড়েছে। তবু শীত এলে পিঠা তৈরির ছাঁচের চাহিদা বাড়ায় ব্যস্ততা বাড়ে করোতোয়া নদীর কাছের এ গ্রামে।