রাজশাহীর বাগমারায় বিয়ের উপহার সামগ্রী নিয়ে বিরোধের জেরে কয়েক ঘণ্টা পরেই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।শুক্রবার বিকালে রাজশাহীর বাগমারায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয়। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ। এর মধ্যেই বিয়েতে অতিথিদের দেওয়া উপহারসামগ্রী ভাগাভাগি নিয়ে বর ও কনেপক্ষের পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়।