পুলিশ-প্রশাসনের অভিযুক্ত কর্তাদের বদলির নির্দেশ, রাজ্যকে চিঠি কমিশনের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ২০:২১

সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে পুলিশ-প্রশাসনের যে অধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এমনকি গত নির্বাচনে কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগে রাজ্যের নির্বাচনী আধিকারিকের অফিস কোনও পদক্ষেপ করে থাকলে, সে ক্ষেত্রেও একই রকম ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে কমিশনের সেই চিঠি পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর।

২০২১ সালে পশ্চিমবঙ্গের সঙ্গে তামিলনাড়ু, কেরল, পুদুচেরি এবং অসমেও নির্বাচন রয়েছে। ওই সব রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাছেও এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। এ রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২১ সালের ৩০ মে। তার আগেই ভোটপক্রিয়া শেষ করতে হবে। হাতে বেশি সময়ও নেই। চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us