‘গ্রাহক সেবা নির্বিঘ্ন করতে বিদ্যুতের অটোমেশন জরুরি’
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১৪:২৮
গ্রাহক সেবা নির্বিঘ্ন করতে বিদ্যুৎ খাতে অটোমেশন দ্রুত করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (বিপিইএমসি) স্মার্ট প্রিপেইড মিটার উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রস্তুতকৃত মিটারের গুণগত মান ঠিক রেখে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে হবে। মিটার প্রস্তুত করার সাথে সাথে অন্যান্য ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স গেজেট ও যন্ত্রাদি প্রস্তুতের প্রতিও দৃষ্টি দেওয়া প্রয়োজন। বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, গ্রাহকরা যেন চাহিদা মতো বিক্রয়োত্তর সেবা পায়।
রুরাল পাওয়ার কোম্পানির ৫১ শতাংশ শেনজেন স্টার ইন্সট্রুমেন্ট কোম্পানির ৪৯ শতাংশ শেয়ারে গঠিত বিপিইএমসি। এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে গঠিত সরকার নিয়ন্ত্রিত জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। প্রতিষ্ঠানটি প্রিপেইড মিটার এ্যাসেম্বলিং প্লান্ট স্থাপনের মাধ্যমে মিটার প্রস্তুত করবে। বাৎসরিক উৎপাদন ক্ষমতা ১ শিফট বিবেচনায় ১৩ লাখ, ২ শিফট বিবেচনায় ২৬ লাখ এবং ৩ শিফট বিবেচনায় ৩৯ লাখ। বাংলাদেশে প্রায় ৪ কোটি গ্রাহক। ২০২১ সালের মধ্যে ৬৬ লাখ ৫৬ হাজার প্রিপেইড/স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা রয়েছে। নভেম্বর ২০২০ পর্যন্ত ৩৭ লাখ মিটার স্থাপন করা হয়েছে।