চুক্তিতে পৌঁছতে ইইউর অবস্থান যথেষ্ট বদলাতে হবে: ব্রিটেন

বণিক বার্তা প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ১২:০০

ব্রেক্সিট কার্যকরের দিন ঘনিয়ে এলেও ব্রেক্সিট চুক্তির আলোচনা ঘিরে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে এখনো অচলাবস্থা কাটেনি। কয়েক দফা আলোচনার পরও দুই পক্ষ চুক্তি থেকে এখনো অনেক দূরে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে ইইউ তার অবস্থান যথেষ্ট পরিবর্তন না করলে বাণিজ্য চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে ব্রিটেন। খবর এএফপি।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইইউর প্রধান উরসুলা ভন ডার লিয়েন বক্তব্য দিয়েছেন। ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রাসেলস থেকে উল্লেখযোগ্য অগ্রগতি না নিয়ে কোনো বাণিজ্য চুক্তি সুরক্ষিত করা সম্ভব নয়। সেখানে ভন ডার লিয়েন বলেছেন, বিশেষত মাছ ধরার অধিকার সম্পর্কিত বিষয়ে বড় পার্থক্য দূর করা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী জোর দিয়েছেন আলোচনা এখন একটি গুরুতর পরিস্থিতিতে রয়েছে। সময় খুব কম এবং এখন মনে হচ্ছে ইইউর অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তন না হলে চুক্তি হওয়ার সম্ভাবনা খুব কম। প্রধানমন্ত্রী বারবার বলেছেন, অল্প সময় বাকি রয়েছে। তবে কোনো চুক্তি না হলে বন্ধু হিসেবে অস্ট্রেলিয়ান স্টাইলে ব্রিটেন ইইউর সঙ্গে বাণিজ্য করবে। এক্ষেত্রে দুই নেতা ‘নিবিড় যোগাযোগ’ রাখতে সম্মত হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us