‘টিকা সুরক্ষিত, ভালো আছি’, প্রকাশ্যে টিকা নিয়ে বললেন সস্ত্রীক পেন্স

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৩০

ফাইজারের টিকার ডোজ নিলেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ক্যারেন। শুক্রবার হোয়াইট হাউজে টিকা প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছিল। মাইক ও ক্যারেন পেন্সের সঙ্গেই টিকা নেন সার্জন জেনারেল জেরম অ্যাডামস। পুরো টিকা প্রয়োগ সরাসরি টিভিতে সম্প্রচার করা হয়। টিকার ইঞ্জেকশন নেওয়ার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পেন্স বলেন, ‘টিকা সুরক্ষিত। তেমন ব্যথাও লাগেনি। ভালো আছি।’ মার্কিন সংবাদমাধ্যম এসবিএস এখবর জানিয়েছে।

করোনা টিকায় আশা জাগছে বলেও জানিয়েছেন পেন্স। বলেন, ‘আমাদের টিকা নিতে দেখে আমেরিকাবাসীর মনোবল বাড়বে। টিকা সুরক্ষিত ও নিরাপদ, এই বার্তাও সবার কাছে পৌঁছাবে।’

আমেরিকায় কোভিড টিকা বিতরণের দায়িত্বে রয়েছে দেশটিরন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিস (এনআইএআইডি)। কতজনকে টিকা দেওয়া হবে, টিকার বন্টন হবে কোন কোন রাজ্যে সবটাই ঠিক করছেন মার্কিন এপিডেমোলজিস্ট এ এনআইএআইডির ডিরেক্টর ডক্টর অ্যান্থনি ফাউচি। তারই নির্দেশে টিকা নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us