ক্রিসমাস ও নববর্ষে করোনাসংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গত বুধবার থেকে লকডাউন শুরু হয়েছে ইংল্যান্ডের কয়েকটি শহরে। কিন্তু মঙ্গলবার রাতে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় দেখা গেল উৎসবের দৃশ্য। বুধবার রাত ১২টা থেকে লকডাউন শুরু হয়। তার আগেই সন্ধ্যা থেকে বিভিন্ন বার ও রেস্তোরাঁয় মানুষের ভিড় জমে, যা দেখে যে কেউ ভাববে এটি কোনো উৎসবের দৃশ্য। আস্ত টার্কি, লবস্টারআর পানীয় নিয়ে রাস্তায় পার্টি করেছেন কয়েক শ’ মানুষ।
তবে অনেকেই এই উৎসবকে তুলনা করছেন ‘দ্য লাস্ট সাপার’ বা যিশুর শেষ নৈশভোজের সাথে। কেবলবার কিংবা রাস্তায় নয়, ঝলমলে পোশাকে রাস্তায় পার্টি করছেন লন্ডনের মানুষ। এ যেন চাঁদ রাত!