এইচএসসি পাসেই চক্ষু বিশেষজ্ঞ, ১৩ বছর ধরে করছেন অপারেশন!
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৭:৪৮
এমবিবিএস ডিগ্রি নেই, পাস করেছেন মাত্র এইচএসসি। তবুও ডাক্তার পদবি ব্যবহার করে দীর্ঘ ১৩ বছর ধরে দিচ্ছেন চিকিৎসা সেবা। করেছেন চোখের মতো স্পর্শকাতর অপারেশন। এমনই এক ভুয়া চক্ষু বিশেষজ্ঞের সন্ধান মিলেছে নাটোরের বাগাতিপাড়ায়। শুক্রবার (১৮ ডিসেম্বর) র্যাবের অভিযানে উপজেলার দয়ারামপুর বাজার থেকে আশরাফুল ইসলাম (৬০) নামের ভুয়া ওই চিকিৎসককে আটকের পর কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর বাজারে রোগী দেখেন। এইচএসসি পাস করে তিনি ডাক্তার পদবি ব্যবহার করে সেখানে মানুষের চোখের চিকিৎসা দেন। দীর্ঘ ১৩ বছর ধরে ওই বাজারে তিনি এ কাজটি করছেন। বাজারের ‘কেয়া চশমা ঘর’ নামের একটি দোকানে বসে তিনি এই ভুয়া ডাক্তারি করে আসছিলেন। সেখানে সাইনবোর্ডে তিনি নামের আগে ডা. পদবি ব্যবহার করেন এবং নিজেকে নাটোর জেলার গুরুদাসপুর চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ইনচার্জ হিসেবে উল্লেখ করেন।