শনিবার কলকাতা ছাড়ার আগে অমিতের বৈঠক এনআইএ-র সঙ্গে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ২০:৫০

শুক্রবার রাতেই কলকাতায় পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি তাঁর বঙ্গসফর শুরু করছেন এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি) আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক দিয়ে। মেদিনীপুরে রওনা হওয়ার আগে তাঁর ওই বৈঠক শুরু হওয়ার কথা সকাল পৌনে ১০টা নাগাদ। ওই বৈঠকে রাজ্যে জঙ্গি কার্যকলাপ নিয়ে এনাইএ-র রিপোর্ট খতিয়ে দেখার কথা অমিতের। তেমন বুঝলে ওই বিষয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশও দিতে পারেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, শুক্রবার রাত ১১.২০ মিনিট নাগাদ বিএসএফের বিশেষ বিমানে কলকাতায় নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরে বিজেপি সমর্থকদের প্রবেশে রাশ টানা হয়েছে বলে জানা যাচ্ছে। নির্দিষ্ট কয়েকজনকেই তাঁর ধারেকাছে যেতে দেওয়া হবে। অমিত রাতে থাকবেন নিউটাউন-রাজারহাটের একটি হোটেলে। সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ এনআইএ-এর এসপি এবং অধিকারিকদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। ‘জেএমবি’ এবং ‘ইসলামিক স্টেট’-এর সঙ্গেও তাদের যোগাযোগের প্রমাণ মিলেছে। এ ছাড়াও, গরুপাচার থেকে কয়লা-কাণ্ড নিয়ে রাজ্যে তদন্তে নেমেছে সিবিআই। ওই দুই বিষয়ে বিভিন্ন জায়গায় টানা তল্লাসিও চলছে। সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও নির্দেশ দেন কি না, তার দিকেই নজর থাকবে আধিকারিকদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us