ফ্রান্সের উৎসবে বাংলাদেশের ট্রানজিট

প্রথম আলো প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ২০:৩০

জানুয়ারিতে আরিক আনাম খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানজিট’ উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে আরও দু’টি আন্তর্জাতিক চলচ্চিত্র। ছবিটির ইউরোপীয় প্রিমিয়ার হবে ফ্রান্সের ক্লেরমন-ফেরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-এ। আর বাংলাদেশে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ। এর আগে অক্টোবর মাসে ছবিটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

ক্লেরমন-ফেরান চলচ্চিত্র উৎসব পৃথিবীর বৃহত্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও ফিল্ম মার্কেটগুলোর একটি। বলা হয় কান চলচ্চিত্র উৎসবের পর এটিই ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ আর মর্যাদাপূর্ণ উৎসব। এই উৎসব থেকে ‘অস্কার’ এর জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়ে থাকে। এ বছর প্রায় ৭ হাজার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে কেবল ৭৮টি চলচ্চিত্রকে উৎসবের মূল প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়। যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ‘ট্রানজিট’। এবার উৎসবটির ৪২তম আসর, যেখানে ২০২১ সালের ৩১ জানুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারির ভেতর যে কোন দিন চলচ্চিত্রটির প্রদর্শনীর কথা রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us