লিবীয় উপকূল থেকে নারী-শিশুসহ ১২৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ১২৬ জনের মধ্যে আট নারী ও ২৮ শিশু রয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার (ইউএনএইচসিআর)।
ইউএনএইচসিআর জানায়, ইউএনএইচসিআরের অংশীদার আইআরসি (ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌকাটি উদ্ধার করা হয়েছে। তারা এসব অভিবাসন প্রত্যাশীদের খাবার পানি, কম্বল ও প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে শুক্রবার সকালে তাদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।